Logo
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

করিডরের বিষয় এবং জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন সেনাপ্রধান

সশস্ত্র বাহিনী, বিতর্ক, ঊর্ধ্বে

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে অফিসারস অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জানান, ভোট নিয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তবে, এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কোনো মন্তব্য করেনি।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সেনাপ্রধান স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, যেমন মানবিক করিডর, নিয়ে মন্তব্য করে বলেন, “এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমেই আসা উচিত।”

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সেনাবাস এবং জাতিসংঘ মিশনে নিয়োজিত সেনা অফিসাররাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং পরে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি সততা ও নিরপেক্ষতার সাথে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন সকলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ