বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে মোছাম্মৎ সাফা নামের ছয় মাস বয়সী একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৯ এপ্রিল) ইউনিয়নের ২নং ওয়ার্ড আনজিরমারটেক সৈয়দ আলমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাফা মো. নিজাম উদ্দীনের মেয়ে।
নিহতের বাবা নিজাম উদ্দীন সিএসপি নিউজকে বলেন, ভোরে মায়ের বুকের দুধ পান করার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। সে সময় ঘরে বিদ্যুৎ ছিলনা। সকাল সাতটায় মেয়েকে কোলে নেয়ার পর তার শরীর ঠান্ডা অনুভব হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. সাবরিনা আকতার তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা বিদ্যুৎ না থাকায় সে হিট স্ট্রোকে মারা গেছে।
তবে এ বিষয়ে ডা. সাবরিনা আকতার সিএসপি নিউজকে বলেন, হিট স্ট্রোকে মারা গেছে কি-না সেটা পুরোপুরি বলা যাচ্ছে না। ময়নাতদন্ত করলে তার প্রতিবেদনের ভিত্তিতে বলা যাবে আসলে কি হয়েছিল শিশুটির। তবে ধারণা করা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কমপক্ষে দুই ঘণ্টা আগে শিশুটি মারা যায়।
সিএসপি/বিআরসি