চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে শোভা কলোনির একটি বাড়ির সামনে থেকে প্রায় ১২ ফুট দৈর্ঘ্য এবং ১৯ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮ টায় ‘সোসাইটি ফর স্নেক এন্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস’ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে সাপটি অবমুক্ত করেন।
সংগঠনটির সদস্যরা জানান, বাড়ির সামনে বিশাল আকারের সাপটি দেখতে পেয়ে লোকজন দ্রুত তাদের সাথে যোগাযোগ করেন।
পরে স্বেচ্ছাসেবক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবিষধর অজগরটি নিরাপদভাবে ধরে লোকালয় থেকে নিরাপদ দূরত্বে ছেড়ে দেয়।
সংগঠনের পরিচালক রফিকুল ইসলাম বলেন, খাবারের সন্ধানে অজগর প্রজাতির সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।
এর আগেও আমরা অনেকবার এমন সাপ উদ্ধার করেছি। এই অজগরটিকেও আমরা বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে নিরাপদভাবে অবমুক্ত করেছি।