Logo
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপি

কাতার, বিশ্ববিদ্যালয়, শূন্য, তত্ত্ব,বক্তব্য, প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যাবে বলে দলটির সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (২৩ মে) প্রধান উপদেষ্টা বৈঠকের জন্য বিএনপি ও জামায়াতকে যমুনায় আমন্ত্রণ জানান।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তবে বৈঠকে বিএনপি যোগ দেবে কীনা সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।

একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী। এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামায়াতে ইসলামী। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি জানান, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।

এর আগে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ