Logo
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

শিক্ষক,সতর্কবার্তা, মন্ত্রণালয়

শিক্ষকদের অপ্রয়োজনীয় ও নিয়মবহির্ভূতভাবে আবেদন করার প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

এখন থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেউ যদি সরাসরি শিক্ষা সচিবের কাছে আবেদন করেন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে—এমন সতর্কবার্তা দিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

গতকাল বুধবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এ নির্দেশনাটি সংশ্লিষ্ট সব সংস্থা ও ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এমপিও সংক্রান্ত জটিলতা কিংবা ব্যক্তিগত অভিযোগ নিয়ে অনেক শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি সচিবের দপ্তরে আবেদন করে থাকেন। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয় এবং প্রাসঙ্গিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণে সমস্যার সৃষ্টি হয়।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদের নির্ধারিত অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে সরাসরি যোগাযোগ না করার জন্য বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং আবেদন নিষ্পত্তির পদ্ধতিকে আরও সুষ্ঠু ও কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ