Logo
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

ফার্স্ট সিকিউরিটির ব্যাংক এর ১১০০ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে মামলা

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক।

প্রায় ১১০০ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিগত সরকারের সময় এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে ৪৩ জনকে আসামি করা হয়েছে।

এদিকে এলজিইডির প্রধান প্রকৌশলীসহ তিন জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

পতিত আওয়ামী লীগের শাসনামলজুড়েই ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এই গ্রুপটি।

বিএফআইইউ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক বলছে, অন্তত চার ব্যাংক থেকে ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা সরিয়েছে এস আলম। পট পরিবর্তনের পরে অনুসন্ধানে নেমে মিলছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ।

সোমবার (১৯ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পরিচালক) তানজীর আহমেদ বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে, এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ৪৩ জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক।

এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ তিন জনের বিরুদ্ধেও দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ