সিএসপি নিউজ: আগামী স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় স্থানীয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৭ নম্বর ওয়ার্ড, পশ্চিম বাকলিয়ার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ড আমীর কামাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি অহিদুল কাদের চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস, জামায়াতে ইসলামী বাকলিয়া থানা আমীর অধ্যক্ষ সুলতান আহমদ, সেক্রেটারি নুর আহমদ ও ওলামা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ফরিদ। দারসুল কুরআন পেশ করে চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
আরো উপস্থিত ছিলেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া জামায়াতের নায়েবে আমীর আহমদুল হক, কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, ইসলামী আন্দোলনের সকল কর্মীদের পারষ্পরিক সম্পর্কে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, সহযোগিতা করা এবং পারষ্পরিক গীবত হতে বিরত থাকা আবশ্যক।
অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার বলেন, প্রত্যেক মুসলমানের সামগ্রিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহ তায়ালার প্রতি তাকওয়া অবলম্বন করা আবশ্যক।
ফয়সাল মোহাম্মদ ইউনুস বলেন, মহান আল্লাহ তায়ালা, রাসূলে কারীম (স.) এর আনুগত্যের পাশাপাশি ইসলামী আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিদের আনুগত্য করা সকল মুমিন মুসলমানদের উপর আবশ্যক।
সুলতান আহমদ পবিত্র রমজানের গুরুত্ব, রোজাদারের করণীয় এবং রোজাদারের পুরস্কার বিষয়ে আলোচনা করেছেন।
সভাপতির বক্তব্যে বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ড আমীর কামাল হোসেন বলেন, সকল ধরনের অপরাধ, চাঁদাবাজ, দুর্নীতি, জুলুমবাজদের বিরুদ্ধে বাকলিয়ার সকল স্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।