Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

আনোয়ারায় ১৭ লাখ টাকার বিদেশি মদ জব্দ, আটক ১

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় অভিযান চালিয়ে  ১৯০ বোতল বিদেশি মদসহ মো. আমির হোসেন  (২৮) নামে এক যুবককে আটক  করেছে পুলিশ।  এসময় একটি পিকআপও জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক ১৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার  ( ২৯ জুন)ভোরে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আমির হোসেন মাটিরাঙার  কামাল উদ্দিনের ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে পুলিশের একটি টিম উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় পিকআপ গাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৯০ বোতল বিদেশি মদসহ গাড়িটি আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ