Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

হাটহাজারীতে পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

রোববার (১০ মার্চ) দুপুরের দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ অভিযান চালানো হয়।

জানা যায়, আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি ও জনদুর্ভোগ দূর করতে মাঠে নামেন উপজেলা প্রশাসন।

এ সময় ওই বাজারের সড়কের উপর বসা অবৈধ স্থাপনার উপরও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদউত্তীর্ণ পণ্য ও বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতে তিনটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী করমকর্তা এবিএম মশিউজ্জামান সিএসপি নিউজকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়েছে, তবে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে দোষীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ