Logo
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বজ্রপাতে বিজিবি সদস্য রিয়াদ হোসেনের মৃত্যু,আহত ৫ ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা শিক্ষক, অতঃপর… সীতাকুণ্ডে পিকআপভ্যান চাপায় বৃদ্ধ নিহত, ২ পথচারী আহত চোরাই ৬টি গরু উদ্ধারের পর মালিককে ফিরিয়ে দিল পুলিশ মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পিকআপ: নিহত ১ জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে প্রধান উপদেষ্টার নির্দেশনা যে গ্রামকে নিজের অর্থনীতি শেখার বিশ্ববিদ্যালয় মনে করেন ড. ইউনূস প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা 

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা শিক্ষক, অতঃপর…

ছাত্রী, আপত্তিকর, রাবি, শিক্ষক

ভোলার বোরহানউডিদ্দনে ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম চন্দ্র শর্মাকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ সময় স্থানীয় উত্তেজিত জনতা শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে পৌরসভার হাওলাদার মার্কেটে রক্তিম শর্মার মালিকানাধীন শর্মা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

এ নিয়ে বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়।

শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। মিছিলে ওই শিক্ষকের বিরুদ্ধে নানান প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রক্তিম শর্মার বিরুদ্ধে এর আগেও একাধিকবার ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। কিন্তু কোনো এক অদৃশ্য ক্ষমতার বলে সে পার পেয়ে যেত। বিগত দিনে তার অনৈতিক কর্মকাণ্ডের সাজা না হওয়ায় এ ধরনের ঘৃণ্য কাজ চালিয়ে আসছেন।

সর্বশেষ গতকাল তার শর্মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে আরেক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, পরে স্থানীয়দের হাতে ধরা পড়ে।

আমরা প্রশাসনিক ভাবে শিক্ষক রক্তিম শর্মার বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, অভিযুক্ত শিক্ষক রক্তিম শর্মা গতকাল থেকে আমাদের হেফাজতে রয়েছে, স্থানীয়রা সোপর্দ করেছে।

তবে ভুক্তভোগী বা তার পরিবার এখনও থানায় লিখিত অভিযোগ দেননি। তাদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া না গেলে তদন্ত সাপেক্ষে পুলিশ ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষক রক্তিম শর্মা বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন।

শিক্ষকতার পাশাপাশি স্থানীয় হাওলাদার মার্কেট সংলগ্ন এলাকায় তার শর্মা কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার চালানো শেখান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ