Logo
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

আজ শুভ বুদ্ধপূর্ণিমা: আধ্যাত্মিক জাগরণের এক মহিমান্বিত দিন

বুদ্ধপূর্ণিমা, আধ্যাত্মিক, জাগরণ,মহিমান্বিত

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল।

দেশের বৌদ্ধ সম্প্রদায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপন করে এই বুদ্ধপূর্ণিমা। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (১১ মে) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশের বৌদ্ধ সমপ্রদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে।

এ উপলক্ষে চট্টগ্রাম ছাড়াও দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা, ধ্যান ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বিশেষ আচার-অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণী প্রদান করেছেন। তারা বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সারাদেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা জানান, ‘শান্তি ও সহিষ্ণুতার প্রতীক হিসেবে বুদ্ধের শিক্ষা আজকের সমাজে বিশেষভাবে প্রাসঙ্গিক। বিভেদ ও হিংসা পরিহার করে একে অপরকে শ্রদ্ধা জানানোই বুদ্ধের আদর্শ।’

বুদ্ধপূর্ণিমার এই মহিমান্বিত দিনে দেশের সকল নাগরিকের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে, এমনটাই প্রত্যাশা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ