Logo
শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

হাসির ঝড় নিয়ে আসছে ‘ধামাল ৪’

হাসি, ঝড়,ধামাল

আবারও বড় পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’। চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ছবির নাম ‘ধামাল ৪’।

২০১৯ সালের ‘টোটাল ধামাল’-এ প্রথমবার দেখা গিয়েছিল তাকে। এবার নতুন গল্প, নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে এই সিনেমা। মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ঈদে।

ধামাল সিরিজ মানেই হাসির ধামাকা, অ্যাকশন আর গানের মজা— যে কারণে এই ছবি ছোট-বড় সবাই একসঙ্গে দেখতে ভালোবাসে। ‘ধামাল ৪’-তেও সেই একই মজা বজায় থাকছে বলে জানিয়েছেন নির্মাতারা।

এই সিনেমায় অজয়ের সঙ্গে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, আর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। নতুন করে যুক্ত হয়েছেন সাঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, মালশেজ ঘাটে প্রথম দফার শুটিং হয়েছে, এখন দ্বিতীয় লটের শুটিং চলছে মুম্বাইতে।

২০০৭ সালে প্রথম ‘ধামাল’ মুক্তি পায়। তখন থেকেই এই সিরিজ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)। তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।

‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা সংস্থাগুলি হল দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।

এই ছবির পাশাপাশি অজয়কে দেখা যাবে ‘সন অফ সরদার ২’-এ, যেখানে তার সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর, জুহি চাওলা প্রমুখ। আরেকটি ছবিতে তিনি কাজ করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবনের সঙ্গে, ছবির নাম ‘দে দে প্যায়ার দে ২’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ