উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশকিছু যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এদিন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এ তথ্য জানান।
ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, মোবাইল ফোন ও এসএমএসের মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একইসাথে ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ ও এ খাতে একক প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করা হচ্ছে।