Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

আমি এখনও নিশ্চিত নই, বেনজীর কোথায় আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সিএসপি ডেস্ক:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশে আছেন নাকি বিদেশ চলে গেছেন, সে ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, ‘আপনাদের মতো আমি এখনও সুনিশ্চিত নই, তিনি কোথায় আছেন। আমি শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে; তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। আমিও এতটুকু জানি, তিনি হয়ত ফিরে আসবেন।

বেনজীর আহমেদের ওপর আদালতের কোনও নিষেধাজ্ঞা ছিল না। আবার আদালত থেকেও ইমেগ্রেশনে কোনও রকম নিষেধাজ্ঞার কথা জানানো হয়নি যে, তিনি বিদেশে যেতে পারবেন না। আমি এখনো সঠিক জানি না, তিনি আছেন নাকি চলে গেছেন। আমাকে জেনে কথা বলতে হবে।’

বুধবার (৫ জুন) রাজধানীর মহাখালীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ফিরে আসবেন হয়ত। আমার মনে হচ্ছে, ফিরে এসে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মোকাবিলা করবেন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ