স্নাতকে (সম্মান) পরিক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
রোববার (২৫ মে) ইতিহাস বিভাগের প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, সাঈদ বিন হাবিব অনার্সের প্রথম বর্ষে সিজিপিএ পান ৩.৭৯, দ্বিতীয় বর্ষে ৩.৫০, তৃতীয় বর্ষে ৩.৬৯ এবং ৩.৬৯ অর্জন করেন চতুর্থ বর্ষে। স্নাতকে সম্মিলিত ৩.৬৮ ফলাফল অর্জন করে ১৩৩ জন পরিক্ষার্থীর মধ্যে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, সকল কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়া’লার প্রতি।
আমার পরম শ্রদ্ধেয় আব্বু-আম্মুর নিরন্তর দোয়া, সম্মানিত শিক্ষকদের অমূল্য পরামর্শ, আর প্রিয়জনদের অনুপ্রেরণা, উৎসাহ আমাকে সহায়তা করেছে। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের অর্থায়নে পড়াশোনা করেছি। বাংলাদেশে পড়াশোনার খরচ হিসেবে নামমাত্র খরচে পড়াশোনা শেষ করেছি।
সরকার এই অর্থের যোগান দিয়েছে বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, অসংখ্য দরিদ্র ভাই-বোনদের ট্যাক্সের টাকায়। সে হিসেবে পড়াশোনার শেষে আমি বাংলাদেশের সকল জনগণের কাছেও দায়বদ্ধ।
আল্লাহ তায়া’লা আমাকে দিয়ে যেন এই প্রিয় মাতৃভূমির উপকারে কাজে লাগায় আল্লাহর কাছে সে-ই দোয়া করছি। কর্মজীবনে আমি যেন একজন সৎ, দুর্নীতিমুক্ত মানুষ হয়ে জীবিকা নির্বাহ করতে পারি এজন্যও আল্লাহর কাছে দোয়া করছি৷
প্রসঙ্গত, সাঈদ বিন হাবিব কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ১ নং রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের একমাত্র সন্তান।
একাডেমিক অর্জনের বাইরেও স্কুল জীবন থেকেই তিনি বিতর্ক, বক্তৃতা, অলিম্পিয়াড, কুইজ, রচনা প্রতিযোগিতায় একাধিকবার প্রথম হয়েছেন।
২০২০ সালের ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল অলিম্পিয়াডেও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য অর্জন করেছিলেন তিনি।