চট্টগ্রামের সীতাকুণ্ডে লুট হওয়া কোরবানির ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতালসংলগ্ন একটি খালি জায়গা থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- সীতাকুণ্ডের ভাটিয়ারি হাসনাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে তানজির হোসেন আমিন প্রকাশ তামিম (৩২) এবং একই এলাকার আনোয়ার (৪০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আমিন সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বাসিন্দা। তিনি ডাকাতদলের সদস্য। তাঁকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গত রোববার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি গরুগুলো লুট করে নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনার পর সোমবার সকালে ভুক্তভোগী গরু ব্যবসায়ী মাহফুজ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ করেন।
মজিবুর রহমান আরও জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রযুক্তির সহায়তায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
এ সময় কোরবানির গরু লুটে জড়িত চক্রের সদস্য আমিনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গরু চোর চক্রের সদস্য আনোয়ারকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা।
গ্রেপ্তার যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।