Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

লোহাগাড়ায় ইভটিজিং করার দায়ে ইভটিজারের ১ বছরের কারাদণ্ড

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে ইভজিটিং করার দায়ে ইভটিজারকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তের নাম রাজা মিয়া (২৪)। সে কক্সবাজার জেলার পেকুয়া শিলখালী এলাকার বাদশা মিয়ার পুত্র।
৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে উপজেলার আমিরাবাদ পাল পাড়ায় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ। অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মহসিন খন্দকারসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ জানান, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তাকে রাজা মিয়া অশালীন আচরণ করতে থাকে। এক পর্যায়ে তার পথ রোধ করে হাত ধরে তাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ ইভটিজারকে হাতেনাতে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করে। আদালত প্রয়োজনীয় তদন্ত করে ইভটিজিং এর বিষয়টি সঠিক মর্মে উদঘাটিত হওয়ায় উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণপূর্বক অভিযুক্তের দোষ স্বীকারের প্রেক্ষিতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ