চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ জলদাশ পাড়া থেকে দেশিয় তৈরি দুইশ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬) ভোর রাত আনুমানিক ১ টার সময় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে এসব বাংলা মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ওই পাড়ারই বাসিন্দা মৃত ভাটিরাম জলদাসের ছেলে কমল জলদাস (৪৫), হরিলালের জলদাসের ছেলে আশীষ জলাদাস (২৫) ও মৃত তুফান জলদাসের ছেলে বাবলু জলদাস (২০)।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে তিনজনকে আদালতে প্রেরণ করা হয়।