Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

রাঙামাটিতে ভারতীয় চিনিসহ আটক ৩ উপজাতি

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ তিন উপজাতিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-জয়ন্ত তঞ্চঙ্গা, অমর বাবু চাকমা ও লক্ষীজয় তঞ্চঙ্গা। তিনজনই রাঙামাটির বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া গ্রামের বাসিন্দা।

সোমবার (১৮ মার্চ) রাজস্থলী বাজারে বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালায় রাজস্থলী থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়।

এসপি অফিস জানায়, সোমবার আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি আসছে গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে রাজস্থলী থানা পুলিশের একটি টিম ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজার বেইলি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি পিকআপে তল্লাশি চালিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করা হয়। আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ