Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

মা-দাদীসহ অটোরিকশা গিয়ে পড়লো খালে, খোঁজ মিলছে না শিশুর

চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকার হিজরা খালে পড়ে ৬ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়ে গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ শিশুটির নাম সেহরিস।

শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরি দল এবং সিটি করপোরেশনের সেবকরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা ও দাদী রিকশাযোগে চলার সময় রিকশাটি দুর্ঘটনাবশত খালে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত রিকশাচালককে উদ্ধার করলেও, কিছুটা স্রোতে ভেসে গিয়ে একটি ব্রিজের নিচে দুইটি পাইপে আটকে পড়েন শিশুটির মা ও দাদী। পরে ব্রিজের স্ল্যাব খুলে তাঁদের উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে অনেক চেষ্টার পরও এখনো পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েই দ্রুত এসেছি। আমাদের সেবকেরা উদ্ধার কাজে অংশ নিচ্ছে।

খালে প্রচুর ময়লা থাকার কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে। খাল পরিষ্কার করার কাজ চলমান।”

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, “আমাদের চার সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ করছে।

যতক্ষণ না শিশুটিকে উদ্ধার করা যায়, আমরা চেষ্টা চালিয়ে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ