Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

মহাসড়কে থ্রি হুইলার বন্ধে জনসচেতনামুলক মাইকিং দোহাজারি হাইওয়ে থানা পুলিশের

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে দোহাজারি হাইওয়ে থানা পুলিশের জনসচেতনামূলক মাইকিং করা হয়।

১৪ই মার্চ( শুক্রবার) সকালে দোহাজারি হাইওয়ে থানার উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারি,রৌশন হাট, কেরারিহাট,পদুয়া, আমিরাবাদ, চুনতিসহ বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক মাইকিং কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করা হয়।এ জনসচেতনামুলক প্রচারণা মহাসড়কের বিভিন্ন এলাকায় চলমান থাকবে।

জনসচেতনামুলক মাইকিং, প্রচারণা ও লিফলেট বিতরণ কালে দোহাজারি হাইওয়ে থানা পুলিশের এএসআই মনজু সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দোহাজারি হাইওয়ে থানার এএসআই মনজু জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের সহযোগিতা কাম্য। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধে সড়কের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের মহাসড়কে চলাচলের বিষয়ে সচেতনতা মূলক মাইকিং ও ইহা ছাড়াও মহাসড়কে যাহাতে থ্রি হুইলার না চলে সে বিষয়েও সবাইকে অবগত করা হয়। সবাইকে মহাসড়কে শৃঙ্খলা মেনে ও সাইড লেন মেনে চলাচলের জন্যে পরামর্শ প্রদান করা হয়। শৃংখলার ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এবং মহাসড়কে থ্রি হুইলার বন্ধে দোহাজারি হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলে সে বিষয়ে সকলকে সচেতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ