চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দীন সাব্বির (২৯)কে তার এক সহযোগী শাহীনসহ আটক করতে সক্ষম হয়েছে বোয়ালখালী থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও তিনটি মোবাইল উদ্ধারের তথ্য জানিয়ে পুলিশ বলছে রবিবার (১১ মে) ভোররাতে উপজেলার মিলিটারি পুল এলাকা থেকে এসব অস্ত্র ও গুলিসহ তাদেরকে আটক করা হয়।
এবিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।