Logo
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রা, মোবাইল ও সূতাসহ আটক ১

বিমানবন্দর,বৈদেশিক মুদ্রা, মোবাইল, সূতা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, মোবাইল ফোন ও সূতার কার্টনসহ সাঈম নওয়াজ নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

গতকাল রবিবার (১১ মে) বেলা ৩টার দিকে বিমানবন্দর টার্মিনাল ভবনের ৭ নম্বর গেইটে তল্লাশি করে তাকে আটক করা হয়।

এনএসআই জানিয়েছে, আটক সাঈম নওয়াজের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি বাংলাদেশ বিমানের বিজি-৬১৬ ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বেবিচকের সদর দপ্তরের সিকিউরিটি ডিভিশন থেকে এমন তথ্য পেয়ে বিমানবন্দর নিরাপত্তা শাখার সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে এসব মালামালসহ হানোতে আটক করা হয়।

চোরাচালানের উদ্দেশ্যে এসব বৈদেশিক মুদ্রা ও মোবাইল ফোন সুতার কার্টুনের ভেতরে লুকিয়ে বহন করা হচ্ছিল। তার কাছ জব্দ করা তালিকায় আছে ৩০ হাজার দিরহাম, যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা (প্রতি দিরহাম ৩৩ টাকা ধরে)। ১২ লাখ ৪০ হাজার টাকার ১০টি আইফোন ও স্যামসাংয়ের ১০টি স্মার্টফোন মোবাইল ফোন এবং ২ লাখ টাকার দুই কার্টন সুতার বান্ডিল।

জব্দ করা মালামাল বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে জানালেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, ওই যাত্রী সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার (৭ হাজার ইউএস ডলারের সমতুল্য) বেশি পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা ডিএমমূলে আটক করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ