Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

বাঁশখালীতে দুর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি

বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উল্লেখ করে চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদ উল্লাহর অপসরণের দাবি করেছেন ১০ জন ইউপি সদস্য। একইসঙ্গে তারা প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে এ অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

ইউপি সদস্যদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত মুজিবুল হক চৌধুরী ক্ষমতার একচ্ছত্র প্রয়োগ ও অপব্যবহার করা শুরু করেন।

তিনি জনপ্রতিনিধি হিসেবে চাম্বল ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের মতামতের কোনো প্রকার তোয়াক্কা করতেন না। চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী তার স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে ওয়ার্ড মেম্বারদের কোনো প্রকার সিদ্ধান্ত, ভোট ও রেজুলেশন ব্যতীত তার আজ্ঞাবহ ইউপি সদস্য মো. শহীদ উল্লাহকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন বলে জানিতে পারি।

উক্ত বিষয়ে আমরা অপরাপর ওয়ার্ড মেম্বার ও নিম্নস্বাক্ষরকারীরা অবগত ছিলাম না।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ