Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানোয় সকলকে মনোযোগী হতে হবেঃ ইউএনও শরীফ উল্যাহ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও),চুনতি সরকারি মহিলা কলেজের সভাপতি শরীফ উল্যাহ বলেছেন ,
নির্দিষ্ট পাঠক্রম ও নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর উচিত বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানোয় মনোযোগী হওয়া। উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে এখন থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা করে পড়াশোনা করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ও শিক্ষার্থীদেরকে উন্নত ভবিষ্যৎ গঠনে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়সমূহে শিক্ষা প্রতিষ্ঠানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তোমরাই আলোকিত মানুষ হয়ে এদেশের মেধার স্বাক্ষরতা রাখতে সক্ষম হবে।

১ ফেব্রুয়ারী সকালে উপজেলার চুনতি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু নঈম আজাদসহ অন্যানারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ