চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে মো. নাজিব নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহত কিশোর নাজিব ধর্মপুর ইউপির ৮নং ওয়ার্ডের কোব্বাত মাস্টা বাড়ির মো. কুতুবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নিহত কিশোর চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠান ছিল। সেখানে বিয়ের সরঞ্জামাদি সাথে নিয়ে মোটরসাইকেল করে যাওয়ার সময় বিপরীতমুখী একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়।
এতে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় নাজিম। এসময় আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।