Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

নাম পরিবর্তন করেও থাকতে পারলো না মনতাজ, অবশেষে র‌্যাবের হাতে ধরা

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনতাজ জলদাশকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৫ জুন) ভোরে কুমিল্লার নাঙ্গলকোট থানার দোলখাড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনতাজ জোরারগঞ্জ থানার ইসলামপুর গ্রামের নেপাল জলদাশের ছেলে। সে জোরারগঞ্জ থানার মামলা নং- ৩০(০৪)১৫, জিআর নং-৯৭/১৫, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লার নাঙ্গলকোট থানার দোলখাড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে গত ২০১৫ সালের ১৯ এপ্রিল ১৩ বছরের শিশুকেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলা হওয়ার পর সে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্নস্থানে দীর্ঘ আটবছর নাম পরিবর্তন করে আত্মগোপন করে আসছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ