Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

দেয়াল ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক ঢুকে পড়ল বাড়ির ভেতর,অতঃপর..

দেয়াল ভেঙে, সিমেন্ট, ট্রাক, বাড়ির

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে দুই নারী ও এক শিশুসহ চারজন।

আজ বুধবার (৩০ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার হেয়াহো গহিরা সড়কের কাজিরহাট বাজারস্থ বণিকপাড়ার বাবুল ধরের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, অন্যান্য দিনের মতোই গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন বাবুল ধরের পুরো পরিবার। একটি কক্ষে ঘুমিয়েছিলেন জয়দেব (২৫), মুন্নী (২০), কেয়া (২২) ও কেয়ার ১৬ মাস বয়সী শিশু কন্যা অঙ্কিত।

এদিকে চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই করে নারায়ণহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন একটি ট্রাক। হেয়াহো গহিরা সড়কের কাজিরহাট বাজারস্থ বণিকপাড়ার বাবুল ধরের বাড়ির সামনে এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

ভোর সোয় ৫টার দিকে ট্রাকটি বাবুল ধরের বাড়ির পাকা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে তার পূত্র জয়দেব ও পূত্রবধূ মুন্নী সামান্য আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় শিশু অঙ্কিতসহ সবাই।

এ বিষয়ে বাড়ির মালিক বাবুল ধর জানান, ট্রাক ও ট্রাক চালককে আটকে রেখে থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শণ করে ট্রাকচালককে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ