Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

জয় বাংলা কনসার্ট শুরু

সিএসপি ডেস্কঃ

নগরের এমএ আজিজ স্টেডিয়ামে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা তিনটায় এই কনসার্ট শুরু হয়।

জয় বাংলা কনসার্টে অংশ নেয়া দেশিয় ব্র্যান্ড দলগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট।

বেলা ৩টায় শুরুর প্রায় ২৫ মিনিট ধরে একেকটি গান পরিবেশন করতে থাকে চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ। এরমধ্যে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গানও পরিবেশন করে তারা।

জানা গেছে, প্রতিটি ব্যান্ডই যথাক্রমে ৪৫ মিনিট করে পরিবেশনা করবে।

এরআগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন হলেও এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্মকে দেশের ঐতিহাসিক এই দিনের সঙ্গে সংযুক্ত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ