Logo
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যুবকরা জনগণের আশা প্রবর্তনের প্রতীক : শারমীন এস মুরশিদ তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষি উপদেষ্টা জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণ রোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলের সহযোগিতা আহ্বান পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশ শান্তির সংস্কৃতি, সহনশীলতা এবং মানবিকতার চর্চায় বিশ্বাসী: প্রধান উপদেষ্টা ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার বাকীরুলের অনিয়ম তুঙ্গে! নগর ছাত্রদল নেতা সৌরভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত কয়লা ডায়মন্ড সিমেন্ট কারখানা সংলগ্ন মাঠে!

ছিনতাই হওয়া ৫১ মোবাইল উদ্ধারের পর মালিককে ফিরিয়ে দিল পুলিশ

চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ছিনতাই ও হারানো জিডির সূত্র ধরে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ ২৭ মে (মঙ্গলবার) সকালে এসব উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, বিগত সময়ে এই ফোনগুলো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হারিয়ে যায়। এসব ফোনের হারানো জিডি করা আছে চট্টগ্রামের ১৭টি থানায়।

পরে ফোনগুলো উদ্ধার করে একসাথে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। একসাথে এত ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার সময়ে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।

পুলিশ আরো জানান, বিগত সময়ে হারিয়ে যাওয়া ফোন আবার ফেরত পেয়ে আবেঘগন হয়ে পড়েন প্রকৃত মালিকরা।

এসব মোবাইলের মধ্যে রাউজান থানার ১৩টি, লোহাগাড়া থানার ৭টি, আনোয়ারা থানার ৬টি, চন্দনাইশ থানার ২টি, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ও জোরারগঞ্জ থানার ৭টি ফোন রয়েছে।

জানা যায়, আকর্ষণীয় অফার দিয়ে খুব কম দামে এসব পুরাতন মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয়েছে।

আর এসব লোভলীয় কম মূল্য দেখে ফোনগুলো যাচাই বাচাই ছাড়াই ক্রয় করেন ক্রেতারা।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, অনেকে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে লোভে পড়ে মোবাইল কিনে প্রতারিত হয়েছেন। অনেক সময় মোবাইলের আইএমইআই নম্বরও থাকে ভুয়া।

তিনি বলেন, পুরোনো মোবাইল ফোন কেনার সময় বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ফোনের বক্স, রশিদ এবং আইএমইআই নম্বর যাচাই করতে হবে।

পাশাপাশি কেউ মোবাইল হারালে দ্রুত থানায় জিডি করার অনুরোধ জানাচ্ছি। কারণ এসব ফোন অপরাধে ব্যবহৃত হলে দায় গিয়ে পড়বে মালিকের ওপরই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ