Logo
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বজ্রপাতে বিজিবি সদস্য রিয়াদ হোসেনের মৃত্যু,আহত ৫ ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা শিক্ষক, অতঃপর… সীতাকুণ্ডে পিকআপভ্যান চাপায় বৃদ্ধ নিহত, ২ পথচারী আহত চোরাই ৬টি গরু উদ্ধারের পর মালিককে ফিরিয়ে দিল পুলিশ মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পিকআপ: নিহত ১ জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে প্রধান উপদেষ্টার নির্দেশনা যে গ্রামকে নিজের অর্থনীতি শেখার বিশ্ববিদ্যালয় মনে করেন ড. ইউনূস প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা 

চোরাই ৬টি গরু উদ্ধারের পর মালিককে ফিরিয়ে দিল পুলিশ

চোরাই, গরু, মালিক, পুলিশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট অফিস এলাকায় সন্দেহজনক গরু বোঝাই একটি গাড়ি থেকে উদ্ধার হওয়া ৬টি চোরাই গরু প্রকৃত দুই মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জানা গেছে, গত ৫ মে দিবাগত রাতে দোহাজারী হাইওয়ে থানার সহযোগিতায় গরুগুলো উদ্ধার করে পুলিশ। এরপর থেকে গরুগুলো আদরযত্নে থানা হেফাজতে ছিল।

পরবর্তীতে সকল আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৪ মে) বিকেলে গরুগুলো স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে বাঁশখালী উপজেলার ১১নং পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাওলা পাড়ার মৃত মদন আলীর ছেলে আকতার হোসাইনকে দুটি গাভী ও দুটি বাছুরসহ মোট ৪ টি এবং একই এলাকার মৃত শাহ আলমের ছেলে হামিদুর রহমান (৩২)কে ২টি গরু বাছুর ফিরিয়ে দেওয়া হয়।

গত মে একই রাতে তাদের গোয়ালঘর থেকে গরুগুলো চরি করেছিলো চোরের দল। শখের গরুগলো ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গরুর মালিকগণ। তারা লোহাগাড়া থানার ওসিসহ যাদের সহযোগিতায় চুরি যাওয়া গরুগুলো ফিরে পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিগত ৫ ই মে দিবাগত রাতে লোহাগাড়া চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি গরুবোঝাই গাড়িকে ধাওয়া করে বাছুরসহ ৬ টি গরু, একটি গরুবোঝাই গাড়িসহ দুজন চোরকে আটক করি।

এতদিন গরুগুলো আদরযত্নে থানা হেফাজতে ছিল, আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ