চট্টগ্রামের চন্দনাইশে ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি একটি অস্ত্র, দুটি রাম দা, একটি ছুরি ও নগদ টাকা-মোবাইলসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
আজ রবিবার ভোররাতে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে উপজেলাধীন ৯নং সাতবাড়ীয়া ইউনিয়ন নাজিরহাট নগরপাড়ার নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়।
অস্ত্রসহ আটক যুবকের নাম জুবায়ের আরেফিন (২৮)। সে ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক জুবায়েরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে জানায় সেনাবাহিনী।