চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন শাখা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতলব (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল মতলব বৈলতলীর বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেকের ছেলে বলে জানা যায়।
এ বিষয়ে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।