Logo
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

চট্টগ্রামে সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ ২ জন গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ

চট্টগ্রামে দুই পক্ষের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ আকবর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ আহত অপরজনের নাম জানাতে পারেনি।

পুলিশ জানায়, পতেঙ্গা এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, পতেঙ্গা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন। তাদের একজন ঢাকাইয়া আকবর।

এ ব্যাপারে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ আকবর ঢাকাইয়া আকবর বলে আমরা জানতে পেরেছি। প্রতিপক্ষের গ্রুপের সঙ্গে গোলাগুলি হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ