Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

কেইপিজেড কর্তৃপক্ষের হাতে ২৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করলের ডিসি

কেইপিজেড, জমি, দলিল, হস্তান্তর, ডিসি

কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্তৃপক্ষের কাছে ২,৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এ দলিলটি হস্তান্তর করেন।

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, এই দলিল হস্তান্তরের মাধ্যমে প্রায় দুই যুগ ধরে চলতে থাকা কোরিয়ান ইপিজেড এর অধিগ্রহণকৃত জমি সংক্রান্ত জটিলতা মাত্র ২ মাসের মধ্যে নিরসন হয়েছে।

এর ফলে কোরিয়ান ইপিজেড-এ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এবং চট্টগ্রাম জেলায় দুই লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ), চট্টগ্রাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসন, চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ