চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ডা. মীর মুজিবুর রহমান (৫৪) নামে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার শিকলবাহা মাষ্টারহাট বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুজিবুর শিকলবাহা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। তিনি শিকলবাহা এলাকার এহসান আলী মাষ্টার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, পুলিশের নিয়মিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।