Logo
রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

টি২০, সিরিজ, পাকিস্তান, সফর, বাংলাদেশ

পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ বুধবার (৩০ এপ্রিল) এ সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি২০ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।

কিন্তু আগামী বছর আইসিসি টি২০ বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজের পরিবর্তে টি২০ ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূচি থেকে জানা গেছে, ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচ ম্যাচের এই টি২০ সিরিজ ফয়সালাবাদ এবং লাহোরে অনুষ্ঠিত হবে।

গত বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ এবং গত মাসে জাতীয় টি২০ কাপ সফলভাবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামের আয়োজিত হয়।

এজন্য বাংলাদেশ-পাকিস্তান টি২০ সিরিজের প্রথম এবং দ্বিতীয় টি২০ যথাক্রমে ২৫ এবং ২৭ মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে।

১৭ বছরের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে ইকবাল স্টেডিয়াম। ১৯৭৮ থেকে ২০০৮ সালের মধ্যে ওই ভেন্যুতে ২৪টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে ম্যাচ হয়েছিল।

ঐতিহাসিক এই ভেন্যুতে সর্বশেষ ২০০৮ সালের এপ্রিলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছিল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের বাকি তিনটি টি২০ যথাক্রমে ৩০ মে, পহেলা জুন এবং ৩ জুন অনুষ্ঠিত হবে। সিরিজের পাঁচটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময়)।

২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ থেকে ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ