মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচে সান জোসে আর্থকোয়াকসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি।
এই ম্যাচে রীতিমতো গোলবন্যা করেছে দুই দল। তবে ৬ গোলের ম্যাচটিতে জয় পায়নি কেউই। আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথম মিনিটেই জর্ডি আলবার পাস থেকে গোল করেন মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিয়ানো ফ্যালকন।
তবে ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। মাত্র দুই মিনিট পরই সমতা ফেরান সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো।
এরপর ম্যাচজুড়ে একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন মেসি। ১৮ মিনিটে আলবার পাস থেকে ডান পায়ে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।
৪০ মিনিটে তার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন সান জোসের গোলরক্ষক দানিয়েল। অতিরিক্ত সময়ে সরাসরি ফ্রি কিক থেকেও গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন তারকা।
তবুও প্রথমার্ধেই গোলের ঝড়। ৩৭ মিনিটে সান জোসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বিউ লিউরক্স। ৪৪ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান তাদিও আলেন্দে।
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ইয়ান হার্কসের গোলে আবারও এগিয়ে যায় সান জোস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় বদল করে রদ্রিগেজকে মাঠে নামায় মায়ামি। তার ফলও মেলে দ্রুতই। ৫২ মিনিটে রদ্রিগেজের পাস থেকে আলেন্দে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে সমতায় ফেরান (৩-৩)। এরপরও আক্রমণ অব্যাহত রাখে দুই দল।
তবে গোলরক্ষকদের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ৯০ মিনিটে মেসির সামনে আবারও জয়ের সুবর্ণ সুযোগ আসে। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক দানিয়েল ফের বিপদ থেকে রক্ষা করেন দলকে। ফলে পয়েন্ট ভাগাভাগিই হয় দুই দলের।
এই ড্রয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার পাঁচেই রয়ে গেল মায়ামি। ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ২ হারে মেসির দলের পয়েন্ট ২২। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিনসিনাটি। ২৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া ও কলম্বাস দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। আর সান জোসে ১৭ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।