Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন

পাকিস্তান-ভারত আবার গোলাগুলি

পাকিস্তান, ভারত, গোলাগুলি

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাবাহিনী ফের সংঘর্ষবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী।

আজ রোববার (২৭ এপ্রিল) সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়েছে। খবর দ্য হিন্দুর।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে শুরু করে টানা তৃতীয় রাত পাকিস্তান ‘উসকানিমূলক গুলিবর্ষণ’ চালিয়েছে।

‘দ্য হিন্দু’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা এ ঘটনার যথাযথ এবং কার্যকর জবাব দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৬-২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনা পোস্টগুলো থেকে টুটমারিগালি ও রামপুর সেক্টরের বিপরীতে এলওসি বরাবর ছোট অস্ত্র থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়।

তবে সেনাবাহিনী নিশ্চিত করেছে, ভারতীয় সৈন্যরা উপযুক্ত ছোট অস্ত্রের গুলিতে যথাযথ জবাব দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ