Logo
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

ইতালিতে দুই বাংলাদেশি আটক

ইতালি,বাংলাদেশি

ইতালির দ্বীপ সিসিলির রাজধানী পালেরমো থেকে গত শুক্রবার (৯ মে) দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ‘সন্ত্রাসবাদের উসকানি’ দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহণমন্ত্রী মাত্তেও সালভিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জিহাদ এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না। তাদেরকে এখনই বহিষ্কার (ইটালি থেকে) করা হোক।’

ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসার খবরে বলা হয়, আটক ওই দুই বাংলাদেশি সামাজিক মাধ্যমে ‘জিহাদ করার আহ্বান’ জানিয়ে পোস্ট দিয়েছিলেন।

সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উসকানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদের আটক করা হয়। তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আটক দুই ব্যক্তির বয়স ১৮ ও ২১ বছর। আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রচারণা সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে।

তাছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া এবং সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। সূত্র : ইনফোমাইগ্রেন্টস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ