সাংবাদিক গোলাম রব্বানি হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জামালপুরের বকশীগঞ্জের অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে আটক করা হয়েছে। জামালপুর জেলা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন গণমাধ্যমকে বলেন, আজ শনিবার সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে র্যাবের একটি দল মাহমুদুল আলমকে ধরে নিয়ে গেছেন বলে শুনেছেন। তবে আনুষ্ঠানিকভাবে তাঁদের কিছু জানানো হয়নি।