সিএসপি ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের উন্নয়নে প্রযুক্তির শিক্ষা শিশুকাল থেকে পাওয়ার ব্যবস্থা করেছে সরকার। স্বাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে ৭৬ দশমিক ৮ শতাংশে বাড়ানো হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মেধা-মননের সুযোগ যাতে শিশুরা পায়, সেভাবেই আমরা কারিকুলাম করছি। পড়াশোনার নামে চাপ নয়, মেধা-মননের বিকাশই গুরুত্বপূর্ণ। আজকের শিশুদের আগামী দিনের উন্নত বাংলা গড়ার কারিগর হিসেবে দেখতে প্রযুক্তিগত শিক্ষায় জোর দেয়া হচ্ছে।
বাংলাদেশ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে উল্লেখ করে সরকার প্রধান বলেন, শিশু অধিকার ও মানবাধিকারের কথা বলে গাজায় আক্রমণ করা হয় তখন বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর মানবিকতা কোথায় থাকে। গাজায় হামলার ঘটনায় জানি না বিশ্ববিবেক কেন নাড়া দেয় না! এটাই আমার প্রশ্ন?
এসময় প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস ও জাতীয় দিবস সম্পর্কে শিশুদের যথাযথ শিক্ষা দেয়ার আহ্ববান জানান।
সিএসপি/বিআরসি