Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ১২ আসামির রিমান্ড মঞ্জুর পুলিশের ওপর হামলার মামলা ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর ষড়যন্ত্রে লিপ্তঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু

লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানোর পর ৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম এর বাস্তবায়নে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহম্মদ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ-সহকারি পরিচালক মুুহাম্মদ হামিদ রেজা।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল লায়েল, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার হিরু বিকাশ দে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব যুগ্ন সিনিয়র সহ-সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক পুস্পেন চৌধুরী, লোহাগাড়া উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালেক, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, লোহাগাড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসএম জাভেদ করিম, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার,উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার(সিএস) মুহাম্মদ দিদারুল আলম,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা স্বপ্না দেবী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান বলেছেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে দিবসটি সরকারিভাবে পালন হতো না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে। সরকার কমিশনের প্রস্তাবটি আমলে নিয়ে ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। যে কাজ আমাদের করা দরকার সেটা আমরা করছিনা। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্ছার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজ আর স্লোগানে ভীন্ন। দুর্নীতির সচেতনার অভাব রয়েছে। দুর্নীতির বৃহৎ পরিসর রয়েছে, সেগুলো সবাইকে সজাগ থাকতে হবে। বেআইনী কাজ করাটাই হচ্ছে দুর্নীতি। নৈতিক ও মানসিক উন্নয়ন ছাড়া দুর্নীতি নির্মূল করা কঠিন হয়ে যাবে। নৈতিক ও মানসিক উন্নয়ন করা প্রয়োজন। সন্তানকে সঠিক জ্ঞানটা অর্জন করতে মা বাবাকে কঠোরভাবে সজাগ থাকতে হবে। জনগণকেই সচেতন হতে হবে। আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। টাকা দিয়ে কাজ করানোর জন্য এরকম অনেক মানুষ বসে থাকে, ঘুষ দিয়ে কাজ আদায় করতে চাই। এসব থেকে বেরিয়ে আসতে হবে। জনসচেতনতা খুব বেশী জরুরী। আমাদের এসব থেকে বেরিয়ে এসে সচেতনা সৃষ্টি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এখন অনেকেই সচেতন হচ্ছে। দুর্নীতি নির্মূলে আমাদের অনেক করণীয় তৈরী করতে হবে। আপনাদের সহযোগীতা নিয়ে আগামী এ উপজেলায় সততা, আন্তরিকতার কাজ করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠান উপজেলা জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক,সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ