সিএসপি ডেস্কঃ
পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
মহাপরিচালক জানান, সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো চিঠিতে নতুন সময়সূচি জানানো হয়েছে।
তাতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়সূচি সবধরনের স্কুলের ক্ষেত্রে (ঢাকা মহানগরসহ) প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওই সময়সূচির মধ্যে যোহরের নামাযের জন্য ১৫ মিনিট বিরতি দিয়ে শ্রেণি কার্যক্রমের রুটিন দেবেন। উল্লেখ, এ সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।
সিএসপি/বিআরসি