Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার,দালাল আটক

মালয়েশিয়া, পাচার,রোহিঙ্গা, দালাল

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নেজাম উদ্দিন নামে এক বাংলাদেশি দালালকেও আটক করা হয়।

অভিযুক্ত ব্যক্তির বাড়ি টেকনাফের বাহারছড়ার হাজম পাড়ায়। উদ্ধার রোহিঙ্গা নাগরিকরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

গতকাল বুধবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, পাঁচ শিশু ও দুজন পুরুষ রয়েছেন। বাকি একজন দালাল।

উদ্ধার হওয়া নুরুল আলম বলেন, কুতুপালং ক্যাম্প থেকে চাকরির কথা বলে টেকনাফে এনে ৫০ হাজার টাকা করে দালালদের কাছে আমাদের বিক্রি করে দেয়।

দালালরা হাত-পা বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে নয় দিন আটকে রাখে। আজ মালয়েশিয়া পাচারের জন্য নৌকায় তোলার সময় পুলিশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাংলাদেশি এক দালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ