Logo
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে লোহাগাড়ায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন`র কমিটি গঠনঃ সভাপতি এডভোকেট আনোয়ার,সম্পাদক কাজি জসিম স্বনির্ভর বাংলাদেশ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন এবং হাতির সুরক্ষা নিশ্চিতকরণে টহল,পথচারি ও শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেঃ নূর মুহাম্মদ শহীদুল্লাহ লোহাগাড়ায় উৎসবমূখর পরিবেশে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির কার্যক্রম প্রতিটি ধর্মের মানুষেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছেঃ নূর মোহাম্মদ শহীদুল্লাহ আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়াজকদের সংবাদ সম্মেলন ডা: তাহমিনা সোলতানা ডেজি`র তত্ত্বাবধানে সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে বাইট্টা কাসেম আটক,ইয়াবা উদ্ধার

মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিএসপি ডেস্কঃ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি আসন্ন রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ যেন অব্যাহত রাখতে পারে ও সবাইকে যথাযথভাবে নজর দেয়ার জন্য অনুরোধ জানান।

শেখ হাসিনা বলেন, এ প্রথম আইনের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছে এবং কমিশনের নির্দেশনা অনুসরণ করে জেলা প্রশাসকরা সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সালের পর থেকে যতগুলো নির্বাচন আমি দেখেছি, প্রত্যক্ষভাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করে দেখেছি, কীভাবে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এবারের নির্বাচন আমি মনে করি যে, সব থেকে সুষ্ঠু একটি নির্বাচন, অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে যারা নির্বাচনই চায়নি, যাদের লক্ষ্য ছিল এ দেশে যেন কোনো নির্বাচনই না হয়— অনির্বাচিত, অস্বাভাবিক পরিস্থিতি আবার সৃষ্টি হয়, ৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ২১ বছর এ দেশের মানুষ কষ্ট ভোগ করেছে, এরপর আবার ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত, সেই পরিস্থিতি যেন আসে। তাদের কাছে হয়তো নির্বাচনটা পছন্দ নাও হতে পারে। কারণ তাদের মন মতো কাজ হয়নি। কিন্তু সাধারণ মানুষ, একদম গ্রাম পর্যায় পর্যন্ত নারী এবং প্রথমবার যারা ভোটার, তরুণ ভোটাররা, তাদের আগ্রহ সব থেকে বেশি ছিল। তারা যে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, এটার সমস্ত কৃতিত্ব আপনাদেরই— আমি মনে করি, যারা নির্বাচনি কাজে সাহায্যে ছিলেন।

শেখ হাসিনা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোভিড-১৯ এর অতিমারি, যার প্রভাব সারা বিশ্বের অর্থনীতিতে পড়েছে। পৃথিবীতে এখন এমন এমন দেশ আছে যেখানে মূল্যস্ফীতি ৪০ শতাংশও আছে। এ রকম বহু দেশ এখন বিরাজমান। বাংলাদেশও এর থেকে দূরে না। যদিও বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও ১০ শতাংশের নিচেই আছে। তারপরও এটা একটা সমস্যা রয়ে গেছে। সেদিকে আমাদের সব থেকে বেশি লক্ষ্য রাখতে হবে যে, আমাদের বাজার পরিস্থিতি কেমন, আর তাছাড়া সামনে রোজা।

তিনি বলেন, রমজান মাসে আমাদের কিছু কিছু মানুষ থাকে সব সময় মজুতদারি করে দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চায়। সেদিকে বিশেষভাবে নজর আমাদের দিতে হবে। আশু করণীয় একটা কাজ আমাদের সামনে। কোথাও যেন ভোক্তাদের হয়রানি হতে না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। আমাদের দেশীয় উৎপাদন বাড়াতে হবে। পর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। এটা যে আমরা করতে পারি, সেটা আমরা অনেক ক্ষেত্রে প্রমাণ করেছি। সেদিকে নজর একান্তভাবে দরকার- যোগ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সরবরাহের ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি হয় অথবা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়। কেউ কেউ মজুতদারি করে নষ্ট ফেলবে কিন্তু বাজারে দেবে না— এ জাতীয় অবস্থার সৃষ্টি করে। সেদিকে বিশেষভাবে দৃষ্টি ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ