Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে: কাদের গনি

বিএনপি, ষড়যন্ত্র, কাদের গনি

রাজনীতি ডেস্ক : ব্যক্তিগত লোভের কারণে যেন দল ও দেশ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করেছে, একইভাবে এখন সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ, বিএনপি দেশের সবচেয়ে জননন্দিত ও সবচেয়ে বড় দল।’

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কাদের গনি চৌধুরী বলেন, ‘১৭ বছর লড়াই করে আমরা একটা সুন্দর সময়ে উপনীত হয়েছি। ভোটাধিকার আপাতত না থাকলেও অন্তত গুম-খুনের এখন আর ভয় নেই। এই দিক থেকে আমরা ভালো আছি।

জুলাই বিপ্লবের ও তার আগে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে এবং গুম-খুনের বিনিময়ে অর্জিত এই সুন্দর সময় যেন আমাদের ভুলের কারণে কিংবা বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে না যায়; এদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’

এই সাংবাদিক নেতা বলেন, ‘আমরা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তাঁর আদর্শ হলো সততা। অনেকে বিভিন্ন ধরনের লুট-পাটে যাচ্ছেন, সেটা তাঁর আদর্শ নয়।

আমরা যদি জিয়াউর রহমানের রাজনীতি করি, তবে এটা তাঁর আদর্শ থেকে একেবারে বাইরে। তাঁর আদর্শ হলো দেশপ্রেম। আমরা কোনো দেশের দালালি করব না।

তার আদর্শই কর্মনিষ্ঠা। তিনি কাজ করতেন, পরিশ্রম করতেন, আমরাও পরিশ্রম করে আমাদের ভাগ্যের পরিবর্তন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ