Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

প্যারিস গেলেন স্পিকার শিরীন শারমিন

সিএসপি ডেস্কঃ

ফ্রান্সের প্যারিসে দুই দিনব্যাপী ‘উইমেন স্পিকার্স সামিটে’যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে যাত্রা শুরু করেন।

ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির আয়োজনে দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে স্পিকারের সফরসঙ্গী রয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এমএ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান। এছাড়া স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনও নিজ খরচে তার সফরসঙ্গী হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১০-১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’শীর্ষক সম্মেলনেও অংশ নেবেন। ভ্রমণ শেষে আগামী ১৫ মার্চ স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।

সিএসপি/বিআরসি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ