সিএসপি ডেস্ক:
দেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মো. ফখরুজ্জামান।
বুধবার (২০ মার্চ) সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেছিলেন, এ দেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। তিনি ওয়াদা ভঙ্গ করেননি। এ পর্যন্ত আট লাখেরও বেশি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে দুই শতাংশ জমিসহ ঘর তৈরি করে দিয়েছেন তিনি।
ফখরুজ্জামান আরও বলেন, যারা জঠিল রোগে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা কিছুই নয়। সীমিত সম্পদের মধ্যেও বর্তমান সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে। বিধবা ভাতা, বীর মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃকালীন ভাতাসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা দিন দিন বৃদ্ধি করছে। চট্টগ্রাম জেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৫০ জন, ২০২২-২৩ অর্থ বছরে ১ হাজার ৪০০ জন, ২০২০-২১ অর্থ বছরে এক হাজার ১৯২ জন এবং ২০১৯-২০ অর্থ বছরে এক হাজার ২৪০ জন জঠিল রোগীকে এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক দেয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের ভ্যাট-ট্যাক্স থেকে এসব আর্থিক সহায়তা দেয়া হয়। সমাজে বিত্তবান ও অর্থশালী যারা রয়েছেন, তারা যদি নিয়মিত ভ্যাট-ট্যাক্স দেন, তাহলে সরকার আরও বেশি মানবিক সহায়তা নিয়ে জনগণের পাশে থাকতে পারবে। কেনাকাটা করার সময় রশিদপত্র নিলে ব্যবসায়ীরা আর ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিতে পারবে না।
জেলা প্রশাসক আরও বলেন, সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি হাসপাতালের পাশাপাশি সারাদেশে কমিউনিটি ক্লিনিক করেছে। এসব ক্লিনিক থেকে তৃণমূলের মানুষ বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা পাচ্ছে। এটি সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা মো. সোহানুর মোস্তফা শাহরিয়ার।
অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৩৫০ জন রোগীকে এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
সিএসপি/বিআরসি