Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

দীর্ঘ সাত মাস পর ঝড়ো ফিফটি তামিমের, জয় চট্টগ্রামের

সি.এস.পি. ডেস্ক: দীর্ঘ সাত মাস পর রংপুরের বিপক্ষে বুধবার মাঠে ফিরেছিলেন তামিম। ফেরার ম্যাচে রান পাননি তিনি। তবে সিলেটের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঝড়ো এক ফিফটি করেছেন অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার। তার দল চট্টগ্রামও জিতেছে ১২ রানে।

সিলেটের একাডেমি মাঠে দ্বিতীয় দিনের এই ম্যাচটি ১৫ ওভারে নেমে আসে। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে চট্টগ্রাম। তামিম ইকবাল ৩৩ বলে খেলেন ৬৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে আটটি চারের সঙ্গে তিনটি ছক্কার শট আসে।
ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৮০ রানের জুটি হয় তার। জয় ২৯ রান যোগ করেন। পরের ব্যাটাররা রান না পেলেও জয়-তামিমের দেওয়া ভিত্তিতে দেড়শ’ ছোঁয়া রান পায় চট্টগ্রাম।

জবাবে সিলেট ১৪.২ ওভারে ১৩৩ রান করে অলআউট হয়। সিলেটের হয়ে ওপেনার তৌফিক খান তুষার এক প্রান্তে দাঁড়িয়ে ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে ছয়টি ছক্কা তোলেন তিনি। কিন্তু আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জিসান আলম এদিন গোল্ডেন ডাক মারেন। তিনে নামা অমিত হাসান ও চারে নামা আসাদুজ্জামানও শূন্য করে ফিরে যান। চট্টগ্রামের হাসান মুরাদ ও নাঈম হাসান তিনটি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ